গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোট ঘর মাটির পাঁচিল,
গাঁয়ের মাটিতে ফলে আলু গম তিল।
সরিষা ধনিয়া পাতা লাল লঙ্কা চারা,
সবুজের ধান খেত জলে থাকে ভরা।


গাঁয়ের পথের বাঁকে ছোট বড় গাছ,
পুকুরে কাতলা পোনা আছে রুইমাছ।
তাল দিঘির পুকুরে তালগাছ পাড়ে,
লুকায় ময়না পাখি বাঁশগাছে আড়ে।


ছোট গাঁয়ে ছোট নদী অজয়ের চর,
জল নিয়ে নদী হতে বধূ চলে ঘর।
অজয়ের দুইপাশে ছোট ছোট গ্রাম,
আপন বেগেতে নদী বহে অবিরাম।


গাঁ আমার মা আমার আছে স্নেহ ছায়া,
গাঁয়ের মাটিতে আছে মমতা ও মায়া।