গাঁয়ের পাশে                অজয় নদী
           অবিরাম বয়ে চলে,
সকাল হলে                 যাত্রী সকলে
          আসে ঘাটে দলে দলে।


ঘাটের মাঝি              নৌকাটি আজি
          ভাসায় নদীর জলে,
লয়ে পসরা               আসে যাত্রীরা
         ঘাট ভরে কোলাহলে।


নদী ওপারে              গাঁয়ের ধারে
         ওঠে সূর্য লাল হয়ে,
গাঁয়ের বধু              ঘাটেতে আসে
          কাঁখেতে কলসী লয়ে।


নদীর ঘাটে              বটের শাখে
         পাখিদের কোলাহল,
বালির চরে             বলাকা বসে
         আসে শালিকের দল।


আদুল গায়ে             গামছা পরে
         হেরি কেহ স্নান করে,
খালুই কাঁধে            জেলেরা আসে
         জাল ফেলে মাছ ধরে।


দূরেতে হেরি             শ্মশানঘাটে
         জ্বলে উঠে চিতা সারি,
জ্বলিছে শব              আত্মীয় সব  
         ঝরে চোখে অশ্রু বারি।


সুখ দুঃখের              যন্ত্রণা হেথা
          নদী ঘাটে কথা বলে,
আপন বেগে              অজয় নদী
          কুলু কুলু বয়ে চলে।