ওই যে দূরে অজয়পারে
ছোট আমাদের গাঁয়ে,
দুধারে তার মাটির ঘর
সবুজ গাছের ছায়ে।


আমার বাড়ি বেড়ার ধারে
তাল পুকুরের ঘাট,
গ্রাম সীমানা ছাড়িয়ে পাবে
কাঁকন তলার মাঠ।


ফকির ডাঙা সামনে দিয়ে
রাঙাপথ গেছে বেঁকে।
কলসী কাঁখে গাঁয়ের বধূ
জল আনে নদী থেকে।


অজয় নদী ঘাটের কাছে
নৌকাখানি বাঁধা আছে।
নদীর তীরে শালিক পাখি
বাঁধে বাসা বটগাছে।


সাঁঝের বেলা আঁধার নামে
আমাদের ছোট গাঁয়,
মাটির ঘরে আলোক ঝরে
ফুট ফুটে জোছনায়।