গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-৪


আমাদের ছোট গাঁয়ে মাটির এ গান,
গান শুনে ভরে ওঠে সবাকার প্রাণ।
পূবেতে অরুণ রবি ছড়ায় কিরণ,
শরতের সোনা রোদে ভরে ওঠে মন।


আমাদের ছোট গাঁয়ে পাখি গীত গায়,
পূবদিকে হাসে রবি কিরণ ছড়ায়।
দুইধারে ধানখেত পথ গেছে বেঁকে,
জল নিয়ে আসে বধূ সোনাদিঘি থেকে।


সোনাদিঘি কালো জলে মরালেরা ভাসে,
পানকৌড়ি ডুব দিতে হেথা রোজ আসে।
দিঘি মাঝে ফোটে রোজ কুমুদ কমল,
মধুলোভে আসে তথা মত্ত অলিদল।


আমাদের ছোট গাঁয়ে মাটির পরশে,
মাটির মানুষ থাকে মনের হরষে।