গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-৬


গাঁয়ে ছোট ছোট ঘর,
দূরে অজয়ের চর,
           রাঙাপথে যাত্রী সব হাঁটে,


সকালের সোনারোদে
চলে সবে দ্রুতপদে
            অবশেষে আসে নদীঘাটে।


আমাদের ছোট গাঁয়ে,
গলিপথ আছে বাঁয়ে,
             বধূ সব জল নিতে আসে,


শরতের আকাশেতে
সমীরণ ওঠে মেতে
              দলে দলে সাদামেঘ ভাসে।


দিঘিতে কমল ফোটে,
চরে ধেনু গোঠে গোঠে,
             রাখাল বাজায় বাঁশি সুরে,


অজয়ের নদীচরে
শালিকেরা খেলা করে
            সকালে সোনাঝরা রোদ্দুরে।