গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-৮


সকালে সোনার রবি উঠে পূবাকাশে,
পুঞ্জেপুঞ্জে সাদামেঘ গগনেতে ভাসে।
ফুল বনে ফুল ফুটে সৌরভ ছড়ায়,
তরুশাখে পাখী সব বসি গীত গায়।


সোনালী আভায় হাসে অজয়ের চর,
কুলু কুলু বহে নদী সদা নিরন্তর।
দূরে পিয়ালের বনে বাজিছে মাদল,
অজয়ের নদীজল স্বচ্ছ সুশীতল।


দুই তীরে কাশফুল শোভা মনোহর,
ধারে ধারে দেখি তার সরু বালিচর।
শঙ্খচিল উড়ে চলে মেলে দুই পাখা,
ওইপারে গ্রামখানি ছায়া দিয়ে ঢাকা।


শেফালি মালতী যুঁথী ফুল ফুটে বনে,
শরতের সোনা রোদ উঁকি দেয় মনে।