গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-২

শরত এসেছে পরশ লেগেছে
গাঁয়ের টান মাটির গান,
তরুর শাখায় বিহগেরা গায়
পুলকিত সবার প্রাণ।

শিউলি ফুটেছে টগর হেসেছে
ফুলবনে ফুলের শাখে,
মাধবী মালতী বেলি আর যুঁথি
মুরগীরা বাগানে ডাকে।

শারদ আকাশে সাদা মেঘ ভাসে
অজয়ের উভয় কূলে,
অজয়ের চরে শালিকেরা উড়ে
দুধার ভরা কাশফুলে।

সবুজের খেতে প্রাণ উঠে মেতে
সুশীতল হাওয়া বয়,
সোনা রোদদুরে অজয়ের চরে
স্মৃতি হয়ে কথা কয়।

যেদিকে তাকাই দেখিবারে পাই
শরতের সোনা ছবি,
পূর্বদিকে দেখি লাল রং মাখি
সকালেতে ওঠে রবি।