মোদের গাঁয়েতে থাকে গোয়ালা কানাই,
গোয়ালেতে থাকে বাঁধা তার রাঙী গাই।
বাজারেতে দুধ বেচে ওরা  দুই ভায়ে,
ঘর মোছে রান্না করে মিলে দুই জায়ে।


আঙিনায় গাভী দোয় গোয়ালা কানাই,
বাছুরীটি আছে ধরে তার ছোট ভাই।
বড়ো বউ মুড়ি ভাজে ছোট বউ রাঁধে,
খোলা বারান্দায় বসে ছেলে দুটি কাঁদে।


আঙিনায় আসে রোজ কালো এক কাক,
ভোর হলে প্রাণ খুলে করে হাঁক ডাক।
বাড়ির পাঁচিল ঘেঁষে বাঁশের বাগান,
তার পাশে চালা ঘরে মুড়ির দোকান।


মোদের গাঁয়েতে থাকে গোয়ালা কানাই,
বউ নিয়ে আছে সুখে ওরা দুটি ভাই।