বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যীশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যীশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যীশুর জন্মতারিখ ধরা হয়।[২] অন্যমতে একটি ঐতিহাসিক রোমান উৎসব [৩] অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গেই ২৫ ডিসেম্বর তারিখে যীশুর জন্মজয়ন্তী পালনের প্রথাটির সূত্রপাত হয়। আজ ২৫শে ডিসেম্বর বড়দিন। বড়দিনের ছুটির কেন্দ্রীয় দিন এবং খ্রিষ্টধর্মে বারো দিনব্যাপী খ্রিষ্টমাসটাইড অনুষ্ঠানের সূচনা দিবস।


হে প্রভু যীশু বিশ্বপিতা তুমি (ধর্মীয় কবিতা)
কলমে -কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বিশ্বপিতা তুমি সবার পিতা
আবার তুমি ফিরে আসো,
স্নেহ প্রেম ভালোবাসা দিয়ে
আমাদের তুমি ভালোবাসো।


অপার করুনায় তব মোরা
পেয়েছি যে অনন্ত জীবন,
তোমার ক্ষমা দিয়ে প্রভু,
মোদের পাপ করহ গ্রহণ।


অন্ধকার ঘুচিয়ে দাও প্রভু  
জীবনে দাও নব আলো
তুমি পরম প্রেমময় প্রভু
তোমাকেই বেসেছি ভালো।


সবাকারে ভালোবেসে তুমি
দেখালে মোদের যে পথ,
সেই পথে চলবো মোরা
আজি মোরা নিলাম শপথ।


বিশ্বপিতা তুমি সবার পিতা
আবার তুমি ফিরে আসো,
স্নেহ প্রেম ভালোবাসা দিয়ে
আমাদের তুমি ভালোবাসো।