হেমন্তের গান গেয়ে .... চাষী সব ধান কাটে
হেমন্তের হিমেল কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্ত আসিল ভাই ঘাসে হিম পড়ে,
রবির কিরণে তাই ঝিকিমিকি করে।
গান গেয়ে চাষীসব মাঠে ধান কাটে,
রবিবারে হাট বসে অজয়ের ঘাটে।


হিমের পরশ লাগে গায়ে শীত লাগে,
প্রভাতে তরুর শাখে পাখি সব জাগে।
কাঠের আগুন জ্বালে বসে আঙিনায়,
প্রভাত সময়ে কেহ আগুন পোহায়।


অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
অবশেষে সাঙ্গ হয় দিবসের খেলা।
হেমন্তের রবি ঢলে পশ্চিমে আকাশে,
সাঁঝের সানাই বাজে সুর ভেসে আসে।


মধ্য রাতে চাঁদ উঠে আকাশের গায়,
রাত কাটে ভোর হয় পাখি গীত গায়।
মন্দিরেতে ঘন্টা বাজে প্রভাত সময়,
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কবিতায় কয়।