হেমন্তের গান গেয়ে .... চাষী সব ধান কাটে
হেমন্তের হিমেল কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্তের শীত লাগে হিমেল পরশে,
সকালে পোহাই রোদ আঙিনায় বসে।
চাষীসব মাঠে মাঠে পাকা ধান কাটে,
বোঝা নিয়ে লোকজন চলে নদীঘাটে।


রাখাল চরায় ধেনু সবুজ ডাঙায়,
রাঙাপথে ধান নিয়ে গরুগাড়ি ধায়।
মাথায় ধানের বোঝা চাষীবধূ চলে,
ক্ষণিক বিরাম লয় তরু ছায়াতলে।


আঙিনাতে গোলাভরা আছে ধান রাখা,
আঙিনায় চারিপাশে আলপনা আঁকা,
নবান্নের উত্সবে পড়ে যায় সাড়া,
ঘরে ঘরে নব অন্ন জেগে উঠে পাড়া।


হেমন্তের গান গেয়ে চাষী ঘরে ফিরে,
সাঁঝের আরতি হয় মন্দিরে মন্দিরে।
সাঁঝের সানাই বাজে শুনি পেতে কান,
হেমন্তের কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।