জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে ক্লান্ত কবিতাগুচ্ছ
জ্যৈষ্ঠমাসের উত্তপ্ত কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জ্যৈষ্ঠ মাসের
রৌদ্র প্রখর,
লাগে উত্তাপ
শরীর পর।

রাস্তার ধূলো
গরম ভারি,
চটি না পরে
চলতে পারি।

ভর দুপুরে
দিঘির জলে,
মাছ ধরিছে
গাঁয়ের জেলে।

গাঁয়ের বধূ
কলসী কাঁখে,
দাঁড়িয়ে থাকে
পথের বাঁকে।

পাড়ার ছেলে
গামছা পরে,
নদীর জলে
সিনান করে।

পথিক হাঁটে
ছাতা মাথায়,
বিরাম করে
তরুর ছায়।

বেলা যখন
পড়ে আসে,
পশ্চিম পানে
সূর্য হাসে।

আঁধার নামে
অজয় চরে,
নদীর জলে
জোছনা ঝরে।