যুগপুরুষোত্তম যুগাবতার
                  লক্ষ্মণ ভাণ্ডারী


যুগ-পুরুষোত্তম তুমি যুগ অবতার,
নমামি হে প্রভু আমি চরণে তোমার।
তুমি রাম তুমি কৃষ্ণ তুমি প্রেমময়,
পরম দয়াল তুমি,  হে করুণাময়।


জীবনে চলার পথে তুমি যে সহায়,
বহু ভাগ্যফলে প্রভু পেয়েছি তোমায়।
সত্যের শ্রীহরি তুমি ত্রেতাযুগে রাম,
কলিযুগে হল তব. শ্রীঅনুকূল নাম।


সত্দীক্ষা দিয়ে তুমি দেখাইলে পথ,
তব নামে তব ধ্যানে পূর্ণ মনোরথ।
মানুষ আপন তব টাকা হল পর,
শেখালে মানব সেবা কর নিরন্তর।


হে পরমপিতা তুমি আরাধ্য আমার,
তব পদে মতি যেন থাকে অনিবার।
যুগ-পুরুষোত্তম তুমি যুগ অবতার,
নমামি হে প্রভু আমি চরণে তোমার।