কবিতার তরু কবিতার ফুল (কবির ২৩০০ তম প্রয়াস)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কবিতার তরু কবিতার ফুল
কবিতারা কিশলয়,
কবিতারা গায় তরুর শাখায়
দিন শুরু যবে হয়।


উদিল সবিতা জাগিল কবিতা
কত গান কত হাসি,
উষর মরুতে কবিতা তরুতে
ফুটে ফুল রাশি রাশি।


আমার কবিতা দিনের সবিতা
কবিতারা গান গায়,
কবিতা আমার ঘন তমসার
পথ হারা সাহারায়।


আমার কবিতা ক্ষুধিতের ক্ষুধা
ক্ষুধিতের অশ্রুজল,
আমার কবিতা জাহ্নবী দুহিতা
অজয় নদীর জল।


কবিতারা হাসে রাতের আকাশে
চাঁদ ঝলসানো রুটি,
ভেঙে ফেল আজি কবিতার সাজি
কবিতারে দাও ছুটি।


আমার লেখনী বিদ্রোহের বহ্নি
কবিতায় কথা বলে,
কবিতা আমার যুগ যন্ত্রণার
কথা লিখে প্রতি পলে।


কবিতার স্মৃতি মিলনের গীতি
কাব্যনীড় কবিতার,
আজি শুভদিন দ্বি-সহস্র তিন
শততম উপহার।