বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি অজিতেশ নাগ মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে ছিলেন বর্তমানে তিনি কবিতার আসর থেকে অবসর (দীর্ঘ বিরতি) নিয়েছেন অনির্দিষ্ট কালের জন্য।


তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়ে গেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য কবিরাজ কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তিনি আবার কবিতার আসরে ফিরে আসবেন। আমরা সবাই তাঁর আশার পথ পানে চেয়ে বসে আছি।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য কবিরাজ কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


কবি অজিতেশ নাগ, দীর্ঘদিন তরে
নিয়েছেন অবসর কবিতা আসরে।
কবিতা পাঠশালায় কেহ আসে যায়,
হিসাব রাখিনা কেবা লইল বিদায়।


হে কবিশেখর! তুমি ছিলে মম প্রিয়,
যেথা থাকো সেথা হতে স্নেহাশীষ দিও।
আসর মাঝারে কবি কভু তুমি এসে,
কাব্য উপহার দিও সবে ভালবেসে।


কবির আসন শূণ্য হেরি আসরেতে,
কাব্য কবিরাজ তুমি হলে আজি হতে।
যেথা থাকো লহ কবি ক্ষুদ্র উপহার,
তোমা নিবেদিত অর্ঘ কবিতা আমার।


কবিদের রাজা তুমি, প্রিয় কবিরাজ,
লিখিল লক্ষ্মণ কবি আসরেতে আজ।