বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় সৌমেন বন্দ্যোপাধ্যায় মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তিনি একাধারে কবি ও আবৃত্তিকার। আবৃত্তির সুরে তিনি সকলের হৃদয় জয় করে নিয়েছেন। পীযুষ কবির অনবদ্য লেখনীর ভাষায় কবিতারা প্রাণ পায়। তাই আন্তরিক শ্রদ্ধা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করি প্রিয়কবির প্রতি।


তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আসরকবি সৌমেন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা সকলেই কাব্য কল্পতরু কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তি সহকারে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!



কাব্য কল্পতরু কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


সৌমেন বন্দ্যোপাধ্যায় কবি প্রিয়জন,
আসরের মাঝে তাঁরে পাই দরশন।
কবির বাসভূমি জানি মথুরাপুরে,
করেন অন্তর জয় আবৃত্তির সুরে।


অনন্য প্রয়াস তব হেরি আসরেতে,
কবি মিলনমেলা হল কলকাতাতে।
শিখাইলে কবিগণে গড়িতে আসর,
কবিতা আসরে তাঁরে হেরি নিরন্তর।


পীযুষ কবি নামে কবির পরিচয়,
কাব্যকল্পতরু নাম কহিনু নিশ্চয়।
উপহার লহ কবি আমা সবাকার,
কাব্যকল্পতরু হল উপাধি তোমার।


পীযুষ কবির নাম বিখ্যাত আসরে,
লিখিল লক্ষ্মণকবি কাব্য উপহারে।