বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি মিনু গরেট্টি কোড়াইয়া (বৃষ্টিরানী) মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য মধুছন্দা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য মধুছন্দা কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


মিনু গরেট্টি কোড়াইয়া কাব্য আসরে,
কাব্য আর কবিতায় ছন্দে মন ভরে।
ছন্দময় কাব্যে তব ছন্দ খুঁজে পাই,
মধুছন্দা উপহারে সম্মান জানাই।


কাব্য মধুছন্দা তুমি বিদিত ধরায়,
নব ছন্দ প্রাণ পায় তব কবিতায়।
বৃষ্টিরানী নামে খ্যাতা বিশ্ব-চরাচরে,
আসরেতে কাব্য তব বৃষ্টি সম ঝরে।


কাব্য মধুছন্দা তুমি এই আসরের,
কন্যাসম তুমি মম অতি আদরের।
মা আমার বড় হও, হয়ে ওঠ গুণী,
কাব্য উপহার মোর লহ মাগো তুমি।


আজি হতে হলো তব মধুছন্দা নাম,
জানায় লক্ষ্মণ কবি, কবির সম্মান।