বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি ডঃ শাহানারা মশিউর মহাশয়া ও কবি জে. আর. এ্যাগ্নেস মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন।


তাঁরা উভয়েই এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁদের কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই উভয় কবিকে কাব্য মণিহার কাব্য উপহার দুই কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে তাঁদের প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁদের লেখা কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক।
সাথে থাকুন, পাশে রাখুন। কাব্যচর্চা চলুক নিরবিচ্ছিন্ন গতিতে।


আসুন আমরা সকলেই কাব্যের মিলনযজ্ঞে মিলিত
হয়ে আপন আপন কাব্য নৈবেদ্য উত্সর্গ করি।


সফল হয়ে উঠুক আমাদের কাব্যসাধনা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


**********


কাব্য মণিহার কাব্য উপহার
                           -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের দুই কবি কাব্য লিখে বেশ,
শাহানারা মশিউর, জে আর এ্যাগ্নেস।
দুই কবি আসরের উজ্জ্বল রতন,
দিনে দিনে কাব্য কত রচে অগণন।


দোঁহাকার কাব্যপাঠে সবে প্রীত হয়,
অষ্ট্রেলিয়া সিডনিতে এক কবি রয়।
অন্য কবির নিবাস সবার অজানা,
দুই কবির গুণের নাহিক তুলনা।


দুইকবি জ্ঞানবতী কাব্যে খুঁজে পাই,
উভয় কবিরে মোরা সম্মান জানাই।
কাব্য মণিহার দুই কাব্য উপহার,
লহ কবি ভক্তিশ্রদ্ধা আমা সবাকার।


লক্ষ্মণ লিখিল কাব্য কাব্যের পাতায়,
কবি সম্মানিতে কবি কবিতা সাজায়।