বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মনোজ ভৌমিক মহাশয়, যিনি হলেন প্রকৃতির কবি। ছন্দে ছন্দে তিনি এই আসরে বহু কাব্য উপহার দিয়েছেন এবং দিয়ে চলেছেন।


তিনি দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলা কবিতার আসরে আছেন। কবিতা আসরে তিনি বহু সুন্দর সুন্দর ছন্দময় কবিতা উপহার দিয়েছেন। প্রিয়কবির কাব্যে বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য মুকুল কাব্য উপহার প্রিয় কবির করকমলে উত্সর্গ করলাম।


আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি প্রিয়কবির কবিতা বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে। কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতার আসরের জয় হোক।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!



কাব্য মুকুল কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের কবি তুমি মনোজ ভৌমিক,
সকলের প্রিয় কবি কাব্যের সৈনিক।
কাব্য মুকুল কবির কাব্য উপহার,
লহ কবি আমাদের শ্রদ্ধা নমস্কার।


কবিতা প্রেমিক কবি বিদিত ধরায়,
সকলেতে একসাথে তব গুণ গায়।
প্রিয়কবি সুধাময় অতি গুণবান,
কবিরে জানাই মোরা কবির সম্মান।


মুকুলিত কাব্য তব করিলে প্রকাশ,
তুমি কবি কাব্য প্রিয় গুজরাটে বাস।
আসরের প্রিয়কবি তুমি সবাকার,
লহ কবি কাব্যে মোর কাব্য উপহার।


হে কবি মহান তুমি কহে সর্বজন,
লিখিল কবিতা কবি ভাণ্ডারী লক্ষ্মণ।