বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি, আমাদের সবার প্রিয় কবি, পরম শ্রদ্ধেয় মাননীয়
মহা-কবি, কাব্য-রস-সিন্ধু, কবির হুমায়ূন মহাশয়, যিনি আমার চলার পথের
উজ্জ্বল ধ্রুবতারা, তাঁর শ্রীচরণ কমলে উত্সর্গীকৃত আমার কবিতা।


কাব্য প্রভাকর কবিসম্মান
                       লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলাদেশে ঢাকায় মিরপুর ধামে,
থাকেন কবি কবির হুমায়ূন নামে।
কাব্য রত্ন সিন্ধু তুমি প্রিয় সবাকার,
প্রণাম জানাই কবি চরণে তোমার।


রবি সম তেজোপুঞ্জ দৃপ্ত কলেবর,
কাব্য চর্চা রত কবি হেরি নিরন্তর।
জ্বালিলে প্রদীপ তুমি নাশিয়া আঁধার,
প্রণাম জানাই কবি চরণে তোমার।


কাব্য রত্নাকর তুমি, হে কবি মহান!
জ্ঞানের প্রদীপ তুমি, মহা জ্ঞানবান।
নিত্য তব হেরি নব কাব্যের সম্ভার,
প্রণাম জানাই কবি চরণে তোমার।


"কাব্য প্রভাকর" তুমি কহে সর্বজন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।