বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি মৌটুসি মিত্র গুহ (কেতকী) মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই প্রিয়কবিকে কাব্য পুষ্পহার কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে তাঁকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি কবি মৌটুসি মিত্র গুহ (কেতকী) মহাশয়ার লেখা কবিতা একদিন
আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক।
সাথে থাকুন, পাশে রাখুন। কাব্যচর্চা চলুক নিরবিচ্ছিন্ন গতিতে।


আসুন আমরা সকলেই কাব্যের মিলনযজ্ঞে মিলিত
হয়ে আপন আপন কাব্য নৈবেদ্য উত্সর্গ করি।


সফল হয়ে উঠুক আমাদের কাব্যসাধনা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য পুষ্পহার কাব্য উপহার
               -লক্ষ্মণ ভাণ্ডারী


মৌটুসি মিত্র গুহ (কেতকী) নাম তাঁর,
কবিতা আসরে কবি প্রিয় সবাকার।
নিত্য নব কাব্য কত করিলা প্রকাশ,
প্রোফাইলে নেই লেখা কবির নিবাস।


ছন্দে ছন্দে কাব্য তব প্রত্যহ প্রভাতে,
প্রতিদিন নিত্য সব পুষ্পসম ফোটে।
কবিতা আসরে কত লিখিলে কবিতা,
কাব্য পুষ্পহার নামে হলে পরিচিতা।


কবিত্ব প্রতিভা তব হেরিয়া নয়নে,
কাব্য পুষ্পহার অর্ঘ দিলাম যতনে।
হে কবি! কাব্য প্রিয়, কাব্য পুষ্পহার,
লহ কবি কাব্যে মোর প্রণতি আমার।


কাব্য পাঠে প্রীত হয় সবাকার মন,
লিখে কবি কবিতায় ভাণ্ডারী লক্ষ্মণ।