বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি মাননীয়া শাহানাজ সুলতানা অধরা মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতার আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য রত্নহার কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


কবি শাহানাজ সুলতানা একাধারে কবি ও সুকণ্ঠী আবৃত্তিকার। তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি আসরের শুধু মান বৃদ্ধি করে না, এপার বাংলা ও ওপার বাংলা দুইবাংলার তিনি গর্ব। কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য রত্নহার কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


শাহানাজ সুলতানা অধরা নামেতে,
লিখেন কবিতা কবি এই আসরতে।
গুণবতী তিনি অতি মহিমা অপার,
কাব্য রত্নহার তব যোগ্য উপহার।


কাব্য ছন্দ কবি তুমি জানে সর্বজন,
ছন্দে ছন্দে কাব্য কবি করয়ে সৃজন।
লহ কবি আমাদের কাব্য উপহার,
আজি হতে হলে তুমি কাব্য রত্নহার।


বাংলাদেশ খুলনাতে কবির নিবাস,
নিত্য নব কাব্য কত করিলা প্রকাশ।
তব লভি ধন্য হল কবিতা আসর,
কাব্য রত্নহার তুমি রত্নের আকর।


কবিরে দানিল সবে কবির সম্মান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।