বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মহামহিম ডঃ সুজিতকুমার বিশ্বাস মহাশয়, যিনি একাধারে কবি, আলোচক ও বিশ্লেষক। তিনি দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলা কবিতার আসরে আছেন। কবিতা আসরে তিনি বহু কবিতা উপহার দিয়েছেন। প্রিয়কবির কাব্যে বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য রত্নাকর কাব্য উপহার প্রিয় কবির করকমলে উত্সর্গ করলাম।


কাব্য রত্নাকর কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের কবি তুমি, সুজিত বিশ্বাস,
গ্রাম পায়রাডাঙা, নদীয়াতে নিবাস।
লিখিলে কবিতা শত কবিতা আসরে,
কাব্য পাঠে সবাকার চিত্ত ওঠে ভরে।


কাব্য রত্নাকর তুমি, হে কবি মহান!
কাব্য লিখে কবিদের রাখিলে সুনাম।
যেমতি সবারে তুমি দিলে যোগ্য মান,
তেমতি দানিব মোরা কবিরে সম্মান।


কাব্য রস সিন্ধু তুমি, তুমি বিচক্ষণ,
কাব্যে করিয়াছ জয় সবাকার মন।
কাব্য রত্নাকর তব কাব্য উপহার,
লহ কবি উপহার আমা সবাকার।


সবারে সম্মান যিনি করেন প্রদান,
সম্মানীয় তিনি অতি বিজ্ঞ প্রজ্ঞাবান।
করহ সবার কাব্যে ছন্দ-বিশ্লেষণ,
কহে কবি কবিতায় শ্রীমান লক্ষ্মণ।