বাংলা কবিতা আসরের দুই স্বনামধন্যা কবি 1. কবি মিমি মহাশয়া, ও 2. কবি রুনা লায়লা মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন।


তাঁরা এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁদের কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাদের দুইজনকে কাব্য রত্নমালা কবি সম্মান শ্রদ্ধা ও ভক্তিসহকারে তাঁদের করকমলে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁদের কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য রত্নমালা কবি সম্মান
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


অভিন্ন হৃদয়া দুটি কবির মন
মিলেমিশে একসাথে,
দুটি কবিপ্রাণ একসূত্রে বাঁধা
দেখিনা প্রভেদ তাতে।


কবিতার পাতায় দুই কবি
লিখেন কবিতারাশি,
কবিতা তাঁদের হৃদয় মাঝে
সতত বাজায় বাঁশি।


কবিতা ধ্যান, কবিতা জ্ঞান
কবিতা তাদের কথা,
কবিতার প্রেমে উভয়কবি
আসিয়া মিলিল হেথা।


দুই কবিরে দিলাম আজিকে
কাব্য রত্নমালা সম্মান,
দুই কবি মিলি হেথা একসাথে
রাখিল কাব্যের মান।


বাংলা কবিতা আসরেতে তারা
লভিলা যোগ্যা সম্মান,
কবি আমি ভাই কবিতার পাতায়
গাহি তাদেরই জয়গান।