কবিতার গাছে কবিতার ফুল
(কবির ১২০০ তম প্রয়াস)
            - লক্ষ্মণ ভাণ্ডারী


কবিতার গাছে             কবিতার ফুল
         ফুল ফোটে রাশি রাশি,
ছিঁড়ো না সে ফুল          আশার মুকুল
         হোক না যতই বাসী।


কবিতা আসরে            আমার কবিতা
        প্রভাত পাখির গান,
আমার কবিতা           আমের বাগানে
        কোকিলের কুহুতান।


আমার কবিতা           অজয়ের চরে
        স্নিগ্ধ শীতল হাওয়া,
আমার কবিতা          রাখালিয়া সুরে
        উদাসী গান গাওয়া।


আমার কবিতা          রাঙাপথ বাঁকে
       সবুজ গাছের ছায়া,
আমার কবিতা         গাঁয়ের মাটির
       মমতা মাখানো মায়া।


আমার কবিতা         রাতের আকাশে
      জেগে থাকা চাঁদ তারা,
আমার কবিতা        শুধু বয়ে চলা
       অজয় নদীর ধারা।


আমার কবিতা        পূর্ণিমার রাতে
       জোছনার হাসি গান,
আমার কবিতা        আঁধার যামিনী
       ব্যথাভরা অভিমান।


হিসাব রাখিনা          কবিতা আসরে
       লিখেছি কবিতা কত,
দিন চলে যায়         রাত জেগে তাই
       লিখে যাই অবিরত।