কবিতার পাঠশালা কবিতা আসর,
কবিগণে বাঁধে হেথা নিজ নিজ ঘর।
নিত্য নব আসে কবি কবিতা আসরে,
কেহবা লয় বিদায় চিরদিন তরে।


কেহ আসে কেহ যায় এই খেলাঘরে,
কেহ আসি বাঁধে ঘর হেথা বালুচরে।
সাগর সৈকতে হেথা বসি নিরালায়,
রচনা করেন কাব্য আপন পাতায়।


সকালে বিকালে কভু রজনী নিশীথে,
কবিতার ফুল ফোটে প্রত্যহ প্রভাতে।
কেহ লেখে কেহ পড়ে কবিতা সকল,
দিনে দিনে বিকশিত কাব্য শতদল।


কবিতার পাঠে মন দেয় কবিগণ,
সহস্রতম কবিতা লিখিল লক্ষ্মণ।


কবিতার জয় হোক, কবিগণের জয় হোক , বাংলা কবিতা আসরের জয় হোক।


যাঁদের লেখায় বাংলা কবিতার আসরের মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা আমাদের প্রথম ও প্রধানতম কর্তব্য।  তাঁদের প্রতি আমাদের রইল শ্রদ্ধা আর অকৃপণ ভালবাসা। সশ্রদ্ধচিত্তে তাঁদের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করতে আজ
প্রকাশ দিলাম আমার বিনম্র কাব্য ও কবিতা-
কাব্য উপহার- দ্বিতীয় পর্ব



আজ পর্যন্ত বাংলা কবিতা আসরের কবিগণের প্রাপ্ত সম্মাননা সমূহ নিম্নে প্রদত্ত হল।
        
1.   কাব্য সম্রাট কাব্য উপহার
13.01.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি সঞ্জয় কর্মকার মহাশয়কে।


2.   কবিতা সম্রাজ্ঞী কাব্য উপহার
16.01.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি পারমিতা (অনুরাধা) মহাশয়াকে।


3. কাব্যশ্রী কবিসম্মান
17.01.2018 তারিখে প্রদান করা হয়েছে
1. কবি সুমিত্র দত্তরায় ও 2. কবি খলিলুর রহমান মহাশয়কে।


4. কাব্য প্রভাকর কবিসম্মান
21.01.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি কবির হুমায়ুন মহাশয়কে।


5. ছন্দ যাদুকর-কবি সম্মান
27.1.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি অজিত কুমার কর মহাশয়কে।


6. কাব্য-সর্বশ্রী কবিসম্মান
23.02.2018 তারিখে প্রদান করা হয়েছে
1. কবি গোপাল চন্দ্র সরকার ও 2. কবি মুহাম্মদ মনিরুজ্জামান মহাশয়কে।


7. ছন্দকবি কাব্য উপহার
26.03.2018 তারিখে প্রদান করা হয়েছে
1. কবি মূলচাঁদ মাহাত ও 2. সানারুল মোমিন মহাশয়কে।


8. গায়িকা কবি কাব্য উপহার
27.06.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি রীনা বিশ্বাস (হাসি) মহাশয়াকে।


9. গায়ক কবি কাব্য উপহার
28.06.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি শহিদ খাঁন মহাশয়কে।


10. কাব্য রত্নাকর কাব্য উপহার
29.06.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি ডঃ সুজিত কুমার বিশ্বাস মহাশয়কে।


11. কাব্য সুধাকর কাব্য উপহার
30.06.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি সহিদুল হক মহাশয়কে।


12. জ্ঞান প্রদীপ কাব্য উপহার
01.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি ডাঃ প্রদীপ কুমার রায় মহাশয়কে।


13. ছন্দকার কবি কাব্য উপহার
03.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি আব্দুল কাদের মহাশয়কে।


14. কাব্য সুধাংশু কাব্য উপহার
04.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয়কে।


15. কাব্য রত্নমালা কাব্য উপহার
07.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি মিমি মহাশয়া ও কবি রুনা লায়লা মহাশয়াকে।


16. কাব্য দীপ্তি কাব্য উপহার
09.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি দীপ্তি রায় মহাশয়াকে।


17. কাব্যপ্রেমী কাব্য উপহার
10.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি আবু কওছর মহাশয়কে।


18.  কাব্যসূর্য কাব্য উপহার
11.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি দিলীপ চট্টোপাধ্যায় মহাশয়কে।
18. কাব্য ছন্দহার কাব্য উপহার
12.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি রিঙ্কু রায় (আবৃত্তিকার) মহাশয়াকে।


19. কাব্য রবি কাব্য উপহার
13.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি ফয়েজ উল্লাহ রবি মহাশয়কে।


20. কাব্য গুণাকর কাব্য উপহার
14.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি তমাল ব্যানার্জি মহাশয়কে।


21. কাব্য কুসুম কাব্য উপহার
15.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি সঞ্চযিতা রায় মহাশয়াকে।


22. কাব্য প্রসূন কাব্য উপহার
16.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি রনজিত মাইতি মহাশয়কে।


23. কাব্য রত্নহার কাব্য উপহার
17.08.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি শাহানাজ সুলতানা অধরা মহাশয়াকে।


24. কাব্য রসসিন্ধু কাব্য উপহার
18.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি রঞ্জন গিরি মহাশয়কে।



কাব্য উপহার প্রথম পর্বে 12 জন কবিকে উত্সর্গীকৃত কবিতা পূর্বে প্রকাশিত হয়েছে। বর্তমানে কাব্য উপহার দ্বিতীয় পর্বে আরও 12 জন কবিকে উত্সর্গীকৃত কবিতা প্রকাশ করা হলো। কাব্য উপহার মিলনযজ্ঞে নিবেদিত অর্ঘ আমার কাব্য ও কবিতাগুলি সকল কবি ও সহৃদয় কাব্যপিপাসুগণের কাব্য-পিপাসা মেটাতে পারবে কিনা তা বলতে পারি না তবে চেষ্টা করেছি মাত্র। সাথে থাকুন, পাশে রাখুন। নিত্য লিখুন, কাব্যচর্চা চলতে থাকুক অবিরাম।
সতত ও প্রতিনিয়ত। জয়গুরু! জয়গুরু!


বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মোঃ আব্দুল কাদের মহাশয়, যিনি হলেন প্রকৃতির কবি। তিনি দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলা কবিতার আসরে আছেন। কবিতা আসরে তিনি বহু সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়েছেন। প্রিয়কবির কাব্যে বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে ছন্দকার কবি কাব্য উপহার প্রিয় কবির করকমলে উত্সর্গ করলাম।


ছন্দকার কবি কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


ছন্দকার কবি তুমি কবিতা আসরে,
সুন্দর কবিতা তব কাব্য হয়ে ঝরে।
কাব্য রত্নসিন্ধু তুমি মহিমা অপার,
ছন্দকবি যোগ্য তব কাব্য উপহার।


প্রকৃতি প্রেমিক কবি বিদিত জগতে,
ছন্দকার কবি তুমি হলে আজি হতে।
লিখিলে কবিতা শত কবিতা আসরে,
ছন্দকার কবি খ্যাত হলে চরাচরে।


স্বনামধন্য হে কবি! তুমি যে মহান,
আসরে সকলে করে তব জয়গান।
লহ কবি লহ মোর কাব্য উপহার,
আসরেতে পরিচিতি কবি ছন্দকার।


যশোরে জন্ম কবির অতি বিজ্ঞবান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।


বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মজিবুর রহমান বুলবুল মহাশয়, যিনি একাধারে কবি, যিনি অনিরুদ্ধ বুলবুল ছদ্মনামে বাংলা কবিতা আসরের সাথে যুক্ত, তিনি দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলা কবিতার আসরে আছেন। কবিতা আসরে তিনি বহু কবিতা উপহার দিয়েছেন। প্রিয়কবির কাব্যে বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য সুধাংশু কাব্য উপহার প্রিয় কবির করকমলে উত্সর্গ করলাম।


কাব্য সুধাংশু কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


কাব্য সুধাংশু তুমি, হে কবি মহান,
মহামতি তুমি কবি মহা জ্ঞানবান।
বর্তমানে ঢাকাতে কবির বাসস্থান।
যোগ্য উপহার হয় কবির সম্মান।


মজিবুর রহমান বুলবুল নাম,
অনিরুদ্ধ বুলবুল কবি ছদ্মনাম।
কাব্য সুধাংশু তব কাব্য উপহার,
জ্ঞানদীপশিখা তুমি জ্ঞানের আধার।



কাব্য সুধারস তব করেছে যে পান,
সেই জানে কাব্য তব অমৃত সমান।
কাব্য উপহার তোমা করিনু প্রদান,
কবিরে জানাই মোরা কবির সম্মান।


কবিতা প্রেমিক কবি তুমি গুণীজন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।


কাব্য রত্নমালা কবি সম্মান
- লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলা কবিতা আসরের দুই স্বনামধন্যা কবি 1. কবি মিমি মহাশয়া, ও 2. কবি রুনা লায়লা মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন।


তাঁরা এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁদের কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাদের দুইজনকে কাব্য রত্নমালা কবি সম্মান শ্রদ্ধা ও ভক্তিসহকারে তাঁদের করকমলে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁদের কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য রত্নমালা কবি সম্মান
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


অভিন্ন হৃদয়া দুটি কবির মন
মিলেমিশে একসাথে,
দুটি কবিপ্রাণ একসূত্রে বাঁধা
দেখিনা প্রভেদ তাতে।


কবিতার পাতায় দুই কবি
লিখেন কবিতারাশি,
কবিতা তাঁদের হৃদয় মাঝে
সতত বাজায় বাঁশি।


কবিতা ধ্যান, কবিতা জ্ঞান
কবিতা তাদের কথা,
কবিতার প্রেমে উভয়কবি
আসিয়া মিলিল হেথা।


দুই কবিরে দিলাম আজিকে
কাব্য রত্নমালা সম্মান,
দুই কবি মিলি হেথা একসাথে
রাখিল কাব্যের মান।


বাংলা কবিতা আসরেতে তারা
লভিলা যোগ্যা সম্মান,
কবি আমি ভাই কবিতার পাতায়
গাহি তাদেরই জয়গান।


বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি শ্রীমতী দীপ্তি রায় মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন।


তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য দীপ্তি কাব্য উপহার কবির সম্মান শ্রদ্ধা ও ভক্তিসহকারে তাঁকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য দীপ্তি কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


কাব্যের আলোক তুমি কবি দীপ্তি রায়,
প্রকাশিলে দীপ্তি তুমি, তব কবিতায়।
রবি সম দীপ্তি তব প্রকাশে আসরে,
কবিতা পেয়েছে প্রাণ তব দিব্য করে।


কাব্যমালা দৃপ্ত তব অর্ক দ্যুতি সম,
করিও গ্রহণ কবি, উপহার মম।
অমর মহিমা তব উজলে জগতে,
কাব্যদীপ্তি পরিচিতি হল আজি হতে।


অমর লেখনী তব দীপ্তিতে অম্লান,
কাব্য দীপ্তি উপহার কবির সম্মান।
কবিতা আসরে কত দিলে উপহার,
তাই তুমি প্রিয় অতি কবি সবাকার।


আসরের কবি সবে তব গুণ গায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।


কাব্যপ্রেমী কাব্য উপহার


বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি আবু কওছর মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন।


তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্যপ্রেমী কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্যপ্রেমী কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের কবি তুমি,  আবু কওছর
তোমা লভি ধন্য হল কবিতা আসর।
কবি তুমি জানি আমি প্রিয় সবাকার,
লহ কবি কাব্য প্রেমী কাব্য উপহার।


কত যে কবিতা কবি লিখিলে হে তুমি,
জ্ঞানের আলোকশিখা তুমি মহাগুণী।
কাব্য তব এ আসরে অমৃত সমান,
কাব্য প্রেমী উপহার কবির সম্মান।


সাহিত্যের কথামালা ছন্দে ছন্দে যিনি,
কবিতার কাব্যে মালা গাঁথিলেন তিনি।
কবি তুমি মহাজ্ঞানী জানে সর্বজন,
কাব্যপ্রেমী আখ্যা তব যোগ্য আভূষণ।


হে কাব্যপ্রেমিক কবি! তুমি সুধীজন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।


কাব্যসূর্য কাব্য উপহার
- লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় মহামহিম শ্রীযুক্ত দিলীপ চট্টোপাধ্যায় মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন।


তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্যসূর্য কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্যসূর্য কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের কবি তুমি, অতি প্রিয়জন,
কাব্যে করিয়াছো জয় সবাকার মন।
সূর্য সম জ্যোতি তব অম্লান জগতে,
কাব্যসূর্য পরিচিতি হলো আজি হতে।


প্রোফাইল শূন্য হেরি জানি না নিবাস,
আসরে কবিতা কত করিলে প্রকাশ।
কাব্য কত প্রকাশিলে কবিতা আসরে,
কবি যত সবে তব জয়গান করে।


তুমি কবি, বিজ্ঞ অতি প্রিয় সবাকার,
কাব্যসূর্য যোগ্য তব কাব্য উপহার।
লহ কবি উপহার দিলাম তোমায়,
কবিগণে আজি তব প্রণতি জানায়।


কাব্যসূর্য নাম তব কহে সর্বজন।
লিখিল কবিতা কবি শ্রীমান লক্ষ্মণ।


কাব্য ছন্দহার কাব্য উপহার
- লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয়া রিঙ্কু রায় মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন।


তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য ছন্দহার কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য ছন্দহার কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের কবি তুমি, রিঙ্কু রায় নাম,
নিবাস মুর্শিদাবাদ তব পূণ্যধাম।
ছন্দে ছন্দে কাব্য তব কবিতা আসরে,
কাব্য হয়ে আসরেতে নিত্য পড়ে ঝরে।


অপার মহিমা তব জানে সর্বজন,
সেই জানে কাব্যপাঠ করে যেইজন।
কত যে কবিতা তুমি করিলে প্রকাশ,
সবার হৃদয়ে কবি করিতেছো বাস।


কাব্যে করিয়াছো জয় সবার হৃদয়,
কবিতা অমর হয়ে হোক স্মৃতিময়।
হে কবি স্বাগতালক্ষ্মী! লহ নমস্কার,
কাব্য ছন্দহার তব যোগ্য উপহার।


কাব্য ছন্দহার প্রিয় কবির সম্মান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।


কাব্য রবি কাব্য উপহার
- লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় ফয়েজ উল্লাহ রবি মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য রবি কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য রবি কাব্য উপহার
                   - লক্ষ্মণ ভাণ্ডারী


ফয়েজ উল্লাহ রবি, আসরের কবি,
কবিতা আসরে তুমি উদ্ভাসিত রবি।
স্বীয় ছন্দে কাব্য কত লিখলে আসরে।
কাব্য পাঠে সবাকার চিত্ত ওঠে ভরে।


রবিসম তেজ তব হোক উদ্ভাসিত,
কাব্য রবি নামে তুমি হলে পরিচিত।
অপার মহিমা তব হেরি কবিতায়,
ছন্দে ছন্দে কাব্য তব জয়গান গায়।


লহ কবি কাব্য রবি কাব্য উপহার,
কাব্য রবি দিবাকর সম্মান তোমার।
কবিতার আসরেতে তুমি প্রিয়কবি,
রবি সম সৃজিয়াছো জগতের ছবি।


কবি তুমি হলে রবি বিশ্ব চরাচরে,
লক্ষ্মণ লিখিল কাব্য কবিতা আসরে।


কাব্য কুসুম কাব্য উপহার
- লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি মাননীয়া সঞ্চয়িতা রায় মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য কুসুম কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য কুসুম কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের প্রিয়কবি কবি সঞ্চয়িতা,
নিয়মিত ছন্দে ছন্দে লিখেন কবিতা।
কাব্যের কুসুমকলি কবিতা আসরে,
আসরেতে কাব্য তব পুষ্পসম ঝরে।


কবির প্রতিভা হেরি হৃষ্ট হয় মন,
আসরেতে প্রকাশিত কাব্য অগণন।
অপার মহিমা তব বিদিত জগতে,
কাব্যের কুসুম তুমি হলে আজি হতে।


পুষ্পসম বিকশিতা বিদিত ধরায়,
আসরের যত কবি তব গুণ গায়।
কবিতা আসরে কত দিলে উপহার,
লহ কবি উপহার আমা সবাকার।


নিবাস ধর্মনগর, রাজ্য ত্রিপুরায়,
লিখেন লক্ষ্মণকবি তার কবিতায়।


কাব্য প্রসূন কাব্য উপহার
- লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় শ্রীযুক্ত রনজিত মাইতি মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতার আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য প্রসূন কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য প্রসূন কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


কবি তুমি রনজিত মাইতি পদবী,
আসরতে সবাকার তুমি প্রিয়কবি।
লিখিলে কবিতা কত এই আসরে,
প্রতিদিন কাব্য তব সবে পাঠ করে।


কবি তুমি এ আসরে প্রিয় সবাকার,
কাব্য প্রসূন কবির যোগ্য উপহার।
প্রিয় তুমি বিজ্ঞ অতি, অতি গুণবান,
কাব্য উপহার দিয়ে করিনু সম্মান।


হে কবিশেখর! তুমি প্রিয় কবিবর,
সূর্য সম দৃপ্ত কবি অবনী ভিতর।
কবি হন শ্রদ্ধাবান, জ্ঞানী তিনি অতি।
আসরের কবি সবে জানায় প্রণতি।


হে কবি! কাব্যপ্রেমিক তুমি গুণীজন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।


কাব্য রত্নহার কাব্য উপহার
- লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি মাননীয়া শাহানাজ সুলতানা অধরা মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতার আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য রত্নহার কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


কবি শাহানাজ সুলতানা একাধারে কবি ও সুকণ্ঠী আবৃত্তিকার। তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি আসরের শুধু মান বৃদ্ধি করে না, এপার বাংলা ও ওপার বাংলা দুইবাংলার তিনি গর্ব। কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য রত্নহার কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


শাহানাজ সুলতানা অধরা নামেতে,
লিখেন কবিতা কবি এই আসরতে।
গুণবতী তিনি অতি মহিমা অপার,
কাব্য রত্নহার তব যোগ্য উপহার।


কাব্য ছন্দ কবি তুমি জানে সর্বজন,
ছন্দে ছন্দে কাব্য কবি করয়ে সৃজন।
লহ কবি আমাদের কাব্য উপহার,
আজি হতে হলে তুমি কাব্য রত্নহার।


বাংলাদেশ খুলনাতে কবির নিবাস,
নিত্য নব কাব্য কত করিলা প্রকাশ।
তব লভি ধন্য হল কবিতা আসর,
কাব্য রত্নহার তুমি রত্নের আকর।


কবিরে দানিল সবে কবির সম্মান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।


কাব্য রসসিন্ধু কাব্য উপহার
- লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় রঞ্জন গিরি মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতার আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য রসসিন্ধু কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


কবি রঞ্জন গিরি একাধারে কবি ও সুচিকিত্সক। চিকিত্সা তাঁর জীবনের ব্রত। তিনি আমাদের গর্ব। কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য রসসিন্ধু কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


উজ্জ্বল জ্যোতিষ্ক তুমি শত গুণে গুণী,
তব লভি ধন্য হল এই বঙ্গভূমি।
তুমি কবি কাব্য কত লিখিলে আসরে
চিকিত্সক হয়ে কর সেবা মানবেরে।


আসরের প্রিয়কবি তুমি সবাকার,
লহ কবি আমাদের কাব্য উপহার।
কাব্য প্রিয় সুরঞ্জন তুমি বিজ্ঞবান,
কাব্য তব সুমধুর অমৃত সমান।


পূর্ব মেদিনীপুরেতে কবির নিবাস,
আসরে আছেন কবি মাত্র বারো মাস।
ছন্দে ছন্দে কবিতারা কাব্য হয়ে ঝরে।
বর্ষ পূর্তি হবে জানি কবিতা আসরে।


কাব্য সুধা রস তব, বিদিত ধরায়,
লিখিল লক্ষ্মণকবি আপন পাতায়।