আমার গাঁয়ের মাটি আমার পবিত্র স্বর্গধাম
মা মাটি মানুষের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতল তরুর ছায়ে আমাদের গ্রাম,
গাঁ আমার মাটি মোর পূণ্য স্বর্গধাম।
এ গাঁয়ের মাঝখানে পদ্মদিঘি আছে,
পলাশের বন গ্রাম সীমানার কাছে।

গাঁয়ের কুমোর পাড়া মাঝখানে তার,
রাঙীগাই বাঁধা আছে বেণু গোয়ালার।
তাঁতিপাড়া জেলেপাড়া বামুন পাড়ায়,
নানা জাতি করে বাস আমাদের গাঁয়।

মাটি দিয়ে কুমোরেরা গড়ে কত হাঁড়ি,
তাঁতিরা চালায় তাঁত বুনে ধুতি শাড়ি
পাঠশালে করে পাঠ গাঁয়ের ছেলেরা,
পুকুরেতে মাছ ধরে গাঁয়ের জেলেরা।

গাঁয়ে আছে ছোট নদী গ্রাম সীমানায়,
মাঝিভাই খেয়াঘাটে রোজ খেয়া বায়।
মা মাটি মানুষ কাব্য লিখিল লক্ষ্মণ,
কবিতা লিখিল কবি পড়ে সর্বজন।