আসিল মাঘমাস ......শীতের হল অবসান
মাঘমাসের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসে গেল মাঘমাস আর নাই শীত,
তরুশাখে বিহগেরা সুরে গায় গীত।
শীতের প্রকোপ নাই শীত গেছে কমে,
পুষ্পকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমরেরা ভ্রমে।


শীতের সোনালী রোদ ঝরে আঙিনায়,
শীত নাই অল্প অল্প শীত লাগে গায়।
রাঙা ধূলোর রাস্তায় ছুটে গরুগাড়ি,
দূর গায়ে দেয় পাড়ি নদীঘাট ছাড়ি।


ফুলে ফুলে অলিদল করিছে গুঞ্জন,
মন্দগতি বহিতেছে মলয় পবন।
নদীতীরে সুশীতল সমীরণ বয়,
সকালে হালকা শীত অনুভূত হয়।


গাঁয়ের পশ্চিমে এক আছে সরোবর,
স্নান সেরে জল নিয়ে বধূ চলে ঘর।
মাঘমাসে বায়ু বয় শীত নাই আর,
লিখেন লক্ষ্মণ কবি কবিতায় তার।