আসিল মাঘ মাস ......শীতের হল অবসান
মাঘ মাসের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মাঘমাস এল ভাই শীত আর নাই,
পাখিসব গীত গায় তরুর শাখায়।
সুশীতল সমীরণ বহে মৃদু মন্দ,
বনে বনে ফুল ফুটে ছড়ায় সুগন্ধ।


রাঙা শাড়ি পরা বধূ রাঙাপথ ধরে,
নদী হতে জল নিয়ে বধূ চলে ঘরে।
গাঁয়ের পথের বাঁকে চরে রাঙী গাই,
বাছুরীটি বেগে ধায় কাছে তার নাই।


বাঁশি হাতে মাঠে চলে গাঁয়ের রাখাল,
তরুছায়ে করে খেলা নিয়ে গরুপাল।
সারি সারি রাঙাপথে চলে গরুগাড়ি,
নদীঘাটে এসে থামে রাঙাপথ ছাড়ি।


কুলু কুলু নদী বয় বক বসে চরে,
শালিকের কলরব সারাদিন ধরে।
সন্ধ্যা আসে নদীঘাটে নামিল আঁধার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তাঁর।