আসিল মাঘ মাস ......শীতের হল অবসান
মাঘ মাসের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষসংক্রান্তি পরে আসে মাঘমাস,
মৃদু মন্দ বহমান মলয় বাতাস।
বসুধায় মাঘমাস হবে যবে অন্ত,
ধরামাঝে ঋতুরাজ আসিবে বসন্ত।


গগনে উঠিল রবি লোহিত বরণ,
বিহগের কাকলিতে ভরে উঠে মন।
ফুলবনে ফুলশাখে ফুটে সব কলি,
মধু আহরণে ধেয়ে আসে যত অলি।


গাঁয়ের পথের বাঁকে আছে ছোটদিঘি,
রবির কিরণে জল করে ঝিকিমিকি।
রাঙা শাড়ি পরা বধূ জল নিয়ে যায়,
রাখালিয়া সুরে কেহ বাঁশরী বাজায়।


অজয় নদীর বাঁকে মহুলের বনে,
মহুয়ার নেশা জাগে আদিবাসী মনে।
ঋতুরাজ বসন্তের শুভ আগমন,
লিখিল ছন্দের কবি শ্রীমান লক্ষ্মণ।