মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (তৃতীয়  পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মাটির পাঁচিলে ঘেরা ছোট ছোট ঘর,
গ্রাম সীমানায় দূরে অজয়ের চর।
গাছে গাছে পাখি সব কলরব করে,
মাটির উঠান পরে সোনারোদ ঝরে।


কাজলা দিঘির ঘাটে উঁচু তালগাছে,
বাবুইপাখিরা সেথা বাসা বেঁধে আছে।
রাঙাপথ গেছে চলে সোজা নদীঘাট,
দুই ধারে আছে তার সবুজের মাঠ।


অজয়ের নদীঘাটে লোকজন মেলা,
নদীজলে পার হয় কাটে সারাবেলা।
নদীচরে আসে উড়ে শালিকের দল,
সারাদিন নদীঘাটে করে কোলাহল।


আমার সোনার গ্রাম সুখ শান্তিধাম,
মাটিমাকে বারেবারে জানাই প্রণাম।
মাটির ঘরেতে বাস সুখের আশায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।