মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁ আমার মাটি স্বর্গ সুখের আলয়,
গ্রাম সীমানায় বহে তটিনী অজয়।
আমার সুখের ঠাঁই ছোট কুঁড়েঘর,
মাটিমাকে ভালবাসি সদা নিরন্তর।


গাঁয়ে আছে ছোট ঘর সবুজের ছায়ে,
ছোট এক দিঘি আছে আমবন বাঁয়ে।
ছোট দিঘি পাড়ে তার ছোট ছোট গাছ,
জলে তার খেলে রোজ ছোট পুঁটিমাছ।


গাঁয়ের পথের বাঁকে চায়ের দোকান,
আলুর চপ সিঙারা আর পাবে পান।
রাঙাপথে দুই ধারে ছোট ছোট মাঠ,
সোজা চলে গেছে পথ অজয়ের ঘাট।


চাষী সবে কাটে ধান সারাদিন ধরে,
সকলেই ফিরে ঘরে সাঁঝ হলে পরে।
আমাদের ছোট গাঁয়ে নামে অন্ধকার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তাঁর।