মহাশক্তির আরাধনা ......দেবীর বন্দনা -১৪২৭
শ্রী শ্রী মহানবমী পূজার কবিতা  (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মহাশক্তি আরাধনা বিখ্যাত জগতে,
মহা নবমীর পূজা হয় বিধিমতে।
ঢাক বাজে শাঁখ বাজে বাজিছে কাঁসর,
পূজার আনন্দে মাতে বিশ্ব চরাচর।


প্রজ্বলিত ধূপ দীপ বরণের ডালা,
সুমিষ্টান্ন ফলমূল প্রসাদের থালা।
মন্ত্রপাঠ হোমযজ্ঞ অঞ্জলি প্রদান,
সবশেষে যূপকাষ্ঠে ছাগ বলিদান।


বলিহারী দুর্গাপূজা পশু রক্তে পূজা,
জীবের দূর্দশা হেরি কাঁদে দশভূজা।
করোনা আবহে হেথা অসুস্থ পৃথিবী,
তবু শত ছাগ হত্যা, নৃশংস ছবি।


নর করে জীবহত্যা হাসে অন্তর্যামী,
বন্ধ কর জীব হত্যা কহিলাম আমি,
বলি অন্তে নবমীর পূজা সমাপন,
নবমীর কাব্যে কবি লিখেন লক্ষ্মণ।



..............................


মনে রাখবেন :
- ২৫ জন এর বেশী লোক জমায়েত হতে পারবে না।
-  সর্দি কাশি বা জ্বর থাকলে অনুষ্ঠানে যোগদান নিষেধ।
- ১.৫ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- মাস্ক পরা বাধ্যতামূলক।
- স্যানিটাইজ করতে হবে।
নিয়ম না মানলে কড়া শাস্তির ভয়। এ দিকে দুর্গাপুজোর অঙ্গ, যেমন শাঁখ বাজানো, উলু দেওয়া- সে সব মাস্ক পরে সম্ভব নয়। তাছাড়া মেলামেশাও তো পুজোর খুব গুরুত্বপূর্ণ একটি দিক। সেটাও এই পরিস্থিতিতে সম্ভব নয়। এত সব মেনে কি আর আনন্দ করা সম্ভব!