বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত পরাগ মাখে কিশলয় তরুশাখে
ফুল বনে অলি দল আসে,
পূবদিক রাঙা হয় অজয় তটিনী বয়
সোনালী কিরণে রবি হাসে।


শুনি বসন্তের গান কোকিলের কুহুতান
আনন্দে হৃদয় ওঠে ভরে,
নদীবাঁকে রাঙাপথে জল নিয়ে নদী হতে
গায়ের বধূরা চলে ঘরে।    


শিমূল পলাশ বনে আসে ধেয়ে অলিগণে
গুন গুন করে সারাবেলা,
সকাল বিকাল ধরে অজয়ের নদীচরে
শালিকেরা বসে করে খেলা।


বসন্তের আগমনে শাল পিয়ালের বনে
সাঁওতালী রমণীরা নাচে,
ধামসা মাদল বাজে মহুল বনের মাঝে
অদূরে অজয় নদী কাছে।


সাঁঝের আঁধার নামে দীপ জ্বলে গ্রামে গ্রামে
পূর্ণিমার রাতি মনোহর,
রাতি কাটে ভোর হয় শীতল সমীর বয়
সুশীতল অজয়ের চর।