পুরাতন বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পুরাতন বর্ষ যায় নববর্ষ বসুধায়
নবরূপে আগমন করে,
নববর্ষ নবসাজে বিরাজে অবনীমাঝে
সকলেই নববস্ত্র পরে।


নতুন পোশাক পরি হাতে হাত ধরি ধরি
শিশুসব আনন্দেতে নাচে,
কুয়াশায় মুখ ঢাকা পথ গেছে আঁকা বাঁকা
অজয় নদীর ঘাট কাছে।


অজয়ের নদীচরে সোনালী আলোক ঝরে
কিশোর কিশোরী জুটে সবে,
নদীর ঘাটের কাছে সকলে আনন্দে নাচে
আজিকে বনভোজন হবে।


নদীঘাটে কিনারায় সারাদিন কেটে যায়
ঘরে ফিরে সকলে সন্ধ্যায়,
নববর্ষে মাতে সবে হাসি খুশি কলরবে
লিখিল লক্ষ্মণ কবিতায়।