পুরাতন বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নববর্ষে রং লাগে প্রভাত পাখিরা জাগে
সুশীতল সমীরণ বয়,
নববর্ষ নব সাজে আসে ধরিত্রীর মাঝে
হাসে রবি প্রভাত সময়।


তরুশাখে পাখিসব করে কত কলরব
সুমধুর সুরে গীত গায়,
নববর্ষ প্রতি বর্ষে হাসি গান নব হর্ষে
আসে যায় এই বসুধায়।


পুরাতন স্মৃতি যত মনে পড়ে কত শত
বর্ষস্মৃতি আমি ভুলি নাই,
হৃদয়ের যত ব্যথা কত গান কত গাথা
নববর্ষে সকলি মিলায়।


নববর্ষে নব আশা সুখ শান্তি ভালবাসা
প্রেম প্রীতি আসুক ধরায়,
লিখিল লক্ষ্মণ কবি নব বর্ষে নব ছবি
লিখে কবি তার কবিতায়।