পুরাতন বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পুরাতন বর্ষ গিয়ে নতুন বারতা নিয়ে
নববর্ষ আসিল ধরায়,
পাড়ার মণ্ডপ মাঝে সাজিয়া নতুন সাজে
শিশুসব নাচে আর গায়।


হদয়ে পুলক জাগে নবরূপে রং লাগে
হাসি খুশি নাচ আর গান,
নবরূপে নব সাজে বর্ষ আসে ধরামাঝে
পুলকিত সবাকার প্রাণ।


নবরূপে নব বেশে পুরাতন বর্ষ শেষে
নববর্ষ আসে বসুধায়,
পুরাতন গ্লানি যত হৃদয়ের ব্যথা শত
নববর্ষে সব মুছে যায়।


নবরূপে বসুধায় প্রতি বর্ষ আসে যায়
নব বর্ষ হয় পুরাতন,
লক্ষ্মণ কবির আশা দিও প্রেম ভালবাসা
লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।