নববর্ষের নব প্রভাতে
নবযাত্রা হলো শুরু,
শ্রদ্ধেয় কবি সবারে আজ
বলি আমি জয়গুরু।


অফিসে ছুটি হলো মঞ্জুর
যেতে হবে আজ গায়ে,
পাখির সুর স্তব্ধ দুপুর
সবুজ শীতল ছায়ে।


বছর পরে মাটির ঘরে
গায়ের মাটির টানে,
রাখাল যেথা বাজায় বাশি
সেই সুর জাগে প্রাণে।


মাটির টানে গায়ের পানে
দেবো আজ গায়ে পাড়ি,
দিল্লির পথে স্টেশন হতে
ছাড়লো রেলের গাড়ি।


রেলের গেটে উপরে সীটে
চাপলাম ধীরে ধীরে,
বাক্স তোরঙ্গ রাখি যতনে
পরে গাড়ি দিলো ছেড়ে।


সকাল হলে আসানসোলে
গাড়ি এসে গেলো থেমে,
যাত্রীরা সবে সবার সাথে
আমিও গেলাম নেমে।