নদী চলে এঁকে বেঁকে কল কল বেগে,
সাদা বক পাখা মেলে উড়ে রাঙামেঘে।
সকালের সোনা রবি পূবদিকে ওঠে,
নদীকূলে কাশবনে কাশ ফুল ফোটে।


নদী কিনারায় এসে ভিড়ে তরীখানি,
যাত্রীদের কলরব মাল টানাটানি।
হাঁকাহাঁকি ডাকাডাকি মহা কোলাহল,
মাথায় বোঝাই নিয়ে চড়ে যাত্রীদল।


নদীচরে গান ধরে একতারা হাতে,
বাউলের ঝুলি ভরে টাকা-পয়সাতে।
কলসী কাঁখে বধূরা আসে নদীঘাটে,
নদীধারে মাঠে চাষী তরমুজ কাটে।


সকালের সোনা রোদ ঝরে নদীচরে,
শালিকের ঝাঁক নদীতটে খেলা করে।