বৃথাই পুজিস মন্দিরেতে সেথা নাইকো ভগবান,
মসজিদেতে নাইকো ওরে আল্লা মেহেরবান।
মন্দির, মসজিদ, গীর্জাঘরে,
বৃথাই খুঁজে মরিস তারে,
জানিস নাকি তিনি আছেন সবার অন্তরে।
মানুষই আল্লা, মানুষই যীশু,
সেই মানুষকে করিস না অপমান
মানুষের মাঝে খুঁজলে পাবি
তোরা মানুষের ভগবান।
মানুষের প্রাণে আঘাত দিলে
সেই আঘাত লাগে ভগবানের গায়।
মানুষকে তুই উপোষী রেখে ফুল
আর ফলমূল দিস ভগবানের পূজায়।
মানুষকে তুই ভালবাসলে
তাতে তুষ্ঠ হন ভগবান।
মানুষকে তুই দুঃখ দিলে
সুখ আসে না ওরে অজ্ঞান।