চেনা পৃথিবীতে আমি এক এচেনা পথিক।
আমার চারদিকে অসংখ্য অচেনা লোকের ভিড়।
ভাগ্যবিপর্যয়ে আজ এখানে কাল সেখানে—
এমনি করেই কেটে গিয়েছে আমার জীবনের
মূর্তিমান বছরগুলো। ওরা যেন আমাকে অভিশাপ দেয়।।
আমি চেনা পৃথিবীর এক অচেনা পথিক।


সুখদুঃখ ভরা পৃথিবীতে সবারই
বেঁচে থাকার ঠাঁই আছে।
কিন্তু মানুষ হয়ে জন্মে আমার বাঁচার
কোন অবলম্বন নেই।
আমার চলার পথের সাথী পথেই
ভালবাসার নীড় বেঁধেছি আমি।
আমার সাজানো বাগানের ফুলগুলি
একটি একটি করে ঝরে যাচ্ছে।
চেনা পৃথিবীর আমি এক অচেনা পথিক।