যদি কথা বলতে চাও
তাহলে হৃদয়ের কথা বলো।
যদি গান গাইতে চাও
তাহলে হৃদয়ের গান গাও।


যদি সুখী হতে চাও
তবে দুঃখকে সাথী করে নাও।
এই পৃথিবীটা বড় স্বার্থপর
স্বার্থের চাবুক মেরে  
ছিনিয়ে নিতে চায় সব কিছুই।


অতএব জেনে শুনে কাউকে
ব্যথা দিয়ো না যাতে তার
হৃদয় কাঁদে অব্যক্ত যন্ত্রণায়।
যদি পারো দু’একটা হৃদয়ের
কথা বলে তার অশ্রু সংবরন করো।


সুখ পাবে, শান্তি পাবে,
ভগবানের অসীম করুণায়
স্বর্গে স্থান পাবে। আর
এটাকেই চলার পথে পাথেয়
করে তুমি এগিয়ে চলো।
একদিন অবশ্যিই পাবে
সুখের ঠিকানা।


অবরুদ্ধ পথে হাত বাড়িয়ে না।
তুমি ছিটকে পড়বে।
নতুন দিনের প্রতীক্ষায় থাকো।
একদিন অবশ্যিই পাবে
শান্তির ঠিকানা।


মা ম্রিয়স্বঃ । মা জহিঃ।
শক্যতে চেৎ মৃত্যুম্ অবলোপয়।
মরো না। মেরো না।
যদি পারো মৃত্যুকে অবলুপ্ত করো।
ঔঁ শান্তি ! শান্তি ! শান্তি !