আমার লেখা, আমার কবিতা
আমার কাব্য, আমার কথা,
আমার হাসি, আমার গান,
আমার বেদনার নীরব অভিমান।


আমার ব্যথার সতত ব্যথী
সুখদুঃখের নিত্য সাথী,
আমার কবিতা, শুধু কবিতা,
আমার কাব্য, আমার কথা।


পৃথিবীর রং ঘন ঘন বদলায়।
আমার লেখায়, আমার কবিতায়।
প্রাণে আর মনে শিহরণ জাগায়,
ক্ষুধিত পাষাণের অশ্রু ঝরায়।


লিখবো না আর, কবিতা এবার,
নতুন করে আবার কাব্য লেখার।
হৃদয়ে স্পন্দন জাগুক সবাকার;
কঠিন শব্দের লালিত্য ঝংকার।


কাব্যের কড়া হাতুড়ির আঘাতে,
বার বার বিপন্ন কবিতা আমার।
মনের গহনে হৃদয়ের স্পন্দন
বিদ্রোহী আজ কবিতা আমার।


বিদ্রোহ আজ কবিতার পাতায়
দিকেদিকে বিদ্রোহ দেয় ডাক।
গর্জে উঠুক সহস্র কামান
তবুও কবিতা আমার বেঁচে থাক।