আকাশের চাঁদ, অজস্র তারারা
শীতের রাতে কাঁপে,
উত্তুরে হাওয়া হিমেল হয়ে
পথ চলে ধাপে ধাপে।


ভোরের আকাশে সূর্যটা দেখি
হয়ে গেছে কেমন ম্লান,
শীতের ভোরে শুনি নাতো কভু
ঘুমভাঙানো পাখির গান।


চায়ের কাপে আড্ডা জমায়
সোনালি রোদ বাতায়নে,
ভোরের কুয়াশা দূরে সরে যায়
ধীরে ধীরে আপন মনে।


কুয়াশার চাদরে মুখ ঢেকে রেখে
সারা আকাশ থাকে চেয়ে,
পাহাড়ে ঝর্ণাধারা ঘুমিয়ে আছে
সাদা মেঘের লক্ষ্মী মেয়ে।


শীতার্ত নদী স্রোতের টানে
আনমনে বয়ে চলে,
শীতের সাগর জমায় বরফ,
সমুদ্রতট কথা বলে।


ঘুমিয়ে আছে শীতের শহর
কবির লেখনী শুধু জাগে।
শীতঘুম জমে কবিতার পাতায়
কবিতাদের শীত লাগে।