জীবন মানে চলমান সময়ের
ব্যস্ত ঘড়ির কাঁটা,
জীবন মানে কণ্টকাকীর্ণ পথে
পায়ে পায়ে পথ চলা।


জীবন মানে হৃদয় কাননে
পবিত্র হৃদয় কমল ফোটা।
জীবন মানে কান্না, ঘাম, রক্ত
নয়নের অশ্রুজল দু’ফোটা।


মরণ মানে চলমান
জীবনের অবরুদ্ধ পথ।
মরণ মানে হঠাৎ কখন
থমকে যাওয়া রথ।


মরণ মানে অসতর্ক মূহুর্ত,
জীবনের শেষ অধ্যায়;
মরণ লেখা আছে সবার
জীবন খাতার পাতায়।