শ্মশানে জ্বলছে চিতা
শ্মশানচিতায় জ্বলছে
আমার কবিতা।
শ্মশান চিতা নিয়ে
কবির জ্বলন্ত এক কবিতা।
শ্মশানের চিতা- আমার কবিতা,
শ্মশানের চিতা- আমার সীতা,
শ্মশানের চিতা- আমার গীতা।
শ্মশানের চিতা- আমার বাইবেল, আমার কোরাণ,
শ্মশান চিতায়- আমি দেখেছি সেথায় মৃত্যুরূপী ভগবান।
কবিতার পাতায় বন্দিনী কবিতারা কথা বলে।
শ্মশানচিতায় মৃত শবেরা আর্তনাদের ঝড় তোলে।
কংকালে কংকালে দেশটা গেছে ছেয়ে।
প্রকাশ্য রাস্তায় মড়ার মিছিল, কালো পতাকা হাতে নিয়ে।
আসছে এবার কালো দিন,
শবে শবে আজ শব্দের ঝংকার, শোধ কর মৃত্যুঋণ।
ওগো মৃত্যুরূপী ভগবান,
আমার কবিতায় মৃত্যুঞ্জয়ী মন্ত্রে সবারে করি আহ্বান।
আমি পৃথিবীর মহাভয়,
শ্মশানের চিতাভস্ম সর্বাঙ্গে মাখি, হয়েছি মত্যুঞ্জয়।
মৃত্যুঞ্জয়ী মন্ত্রে আমি মৃত্যুকে করেছি জয়,
তাই আজি মৃত্যুকে করিনা ভয়।
আমি রব চিরদিন বেঁচে,
বিধির ললাট লিখনে আমার মরণ
আমি চিরতরে দেব মুছে।
শ্মশানে জ্বলছে চিতা।
শ্মশানের চিতা নিয়ে আমার কবিতা।
কবির জ্বলন্ত এক কবিতা।