পাষাণের প্রতিমা, পাথরের দেবতা-
বলো কি হবে তার পূজা করলে?
বৃথায় পুজিস ওরে- মন্দিরে মন্দিরে,
পাষাণ দেবতা কভু কথা নাহি বলে।
পাথরের প্রতিমা, পাষাণ দেবতা
বলো কী হবে তার পূজা করলে?
বৃথায় পুজিস তারে, মন্দিরে মন্দিরে
ধুপদীপ, ফুল আর ফলে।
বলো কী হবে তার পূজা করলে?
ঐ যে পথের ধারে,
কাটায় যারা অনাহারে
খিদেয় পেটে আগুন জ্বলে।
বলো কী হবে তার পূজা করলে?
পাষাণে গড়া প্রতিমা
কভু কথা বলে না।
দেখে নাকো নয়ন মেলে।
বলো কী হবে তার পূজা করলে?
ঐ যে মাটির ঘরে,
শিশু কাঁদে ধুলায় পড়ে,
মা তারে নেয় কোলে তুলে।
জনমদুখিনী মা,
দিতে কিছু পারে না,
সদাই ভাসে আঁখি জলে।
বলো কি হবে তার পূজা করলে?