সময়ের কাঁটা ঘোষিছে চৌদিকে, শোন বিশ্ববাসীগণ;
পুরাতন বর্ষ যাবে চলে শেষে, নববর্ষের আগমন।
আজিকার দিন যাবে কেটে শেষে, কিছু ঘণ্টা পরে,
পুরাতন বর্ষ লইবে বিদায়, সময়ের হাত ধরে।
দেয়ালে টাঙানো ক্যালেণ্ডারে লাস্যময়ী এক ছবি,
কপালেতে তার শোভিছে যে টিপ, ঠিক যেন ভোরের রবি।
হাসিভরা মুখ সয়েছে সুখদুখ, বিষাদে আজি মলিন,
কাল হতে হবে, গৃহহারা সেযে, ঠাঁই হবে ডাস্টবিন।
সযতনে রাখা ফুলদানি সব, শুধু মনে মনে ভাবে;
সব কিছুর স্মৃতি, মন থেকে সবার, চিরতরে মুছে যাবে।
এমনি করেই হয়ে গেছে পার, বহু পুরাতন বর্ষ,
বিদায় বেলায়, হারায় হেলায়, সবাকার সংস্পর্শ।
স্মৃতির আয়নায়, ধুয়ে মুছে যায়, পুরোনো দিনের স্মৃতি,
মনের গভীরে, ছন্দে ও সুরে, বাজে বর্ষ বিদায় গীতি।