আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল।
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল।

আমি শতাব্দীর কালসাপ,
আমি বিধাতার রুদ্র অভিশাপ,
আমি মৃত্যুকে করিনা ভয়,
মৃত্যুঞ্জয়ী মন্ত্রে আমি মৃত্যুকে করেছি জয়।
আমি শ্মশানের চিতাভস্ম,
আমি দহন করিব বিশ্ব।
আমি নিদাঘদগ্ধ গ্রীষ্ম,
আমি কুরুক্ষেত্রের ভীষ্ম।
কালমেঘে আমি বাণ বরিষণে
করিব সবারে নির্মূল।

আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল।
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল।

আমি সক্রেটিস, বিষের পেয়ালা হাতে।
অশনিভরা বিদ্যুৎ আমি, বর্ষণমুখর রাতে।
আমি বামাক্ষ্যাপা, দূর্ব্বাসা ঋষি,
তারকেশ্বরের বামদেব।
আমি ভৃগুরাম, রাম বলরাম,
আমি বাঘছালপরা মহাদেব।
এক হাতে মোর শাণিত কুঠার,
অন্য হাতে নাচে ত্রিশূল।

আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল।
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল।

কণ্ঠে আমার বজ্রহুংকার,
দু’নয়নে বহ্নি জ্বলে।
আমার লেখনী বিদ্রোহী হয়ে,
কবিতায় কথা বলে।
আমিই মিমি, আমি এডমিন,
কবিতার আসরে ইতিহাস হয়ে
আমি বেঁচে রব চিরদিন।

আমি কবি অজিতেশ নাগ,
আমাকে পাবে কবিতার পাতায়।
মরমি কবি নুরুল আমিন আমি,
আমি বিদ্রোহের গান গাই।

আমি শ্রীতরুণ, আমি আগুন নদী,
আমি জঙ্গলমহলের ফিঙেপাখি।
সকলের সাথে হাত মিলিয়ে,
আমি সকলের সাথেই থাকি।
আমি কবিতা আসরের
কবীর হুমায়ুন আর আলম বোদরুল।

আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ,
আমি বিদ্রোহী কবি নজরুল।
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল।