জামাই ষষ্ঠীর দিনে, ভারি ধূমধাম,
ঘরদোর পরিস্কার, অতি ছিমছাম।
কার্পেটে জড়ানো মেঝে, সোফা গদিআঁটা,
পালঙ্কে চাদর দামী, তাতে নক্সাকাটা।


জানালার পর্দাখানি, অতি মনোহর,
সুসজ্জিত দরজায়, শোভিছে ঝালর।
টেবিলেতে ফুলদানি, সযতনে রাখা,
সম্মুখে পূজার ঘর, আলপনা আঁকা।


জামাই আসিছে, তাই পড়ে যায় সাড়া,
শাশুড়ির ঘুম নেই, কত কাজে তাড়া।
শ্বশুর দায়িত্বহীন, বসে থাকে ঘরে,
শাশুড়ি হিসাবমত, কেনাকাটা করে।


ত্রুটি যেন নাহি হয়, জামাই আসিলে,
যতনে সাজায় ঘর, তিন শালী মিলে।